সোনারগাঁয়ে চার ডাকাতকে ছেড়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত

সোনারগাঁ : সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেলেন বলে জানা গেছে।

এর মধ্যে ডাকাত সর্দার শফিকুলকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাকুন্দা খালপাড় এলাকার কথিত বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার বিরুদ্ধে। ডাকাত সর্দার শফিকুল (৪৫) পাকুন্দা খালপাড় গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে পাশ্ববর্তী রাবার মিলের সিকিউরিটি গার্ডের চাকুরী করে এবং হাইওয়ে ডাকাতিতে নেত্রীত্ব দেন। তবে ডাকাত ছিনিয়ে বিষয়টি অস্বীকার করে ইব্রাহিম মেম্বার।

 

আটককৃত অন্যরা হলো মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)।

জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।

এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিরানী খেয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণধোলাই দেয়।

 

এলাকাবাসীর গণধোলাইকালীন সময়ে ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুল হক বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। কাকে ধরা হয়েছে আর কাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে বলতে পারছি না। সর্বশেষ আমরা সাত ডাকাতকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আপনার মতামত জানান