সোনারগাঁয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশিত

সোনারগাঁয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মীর কবির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও মৌজায় কামারগাঁও খাল ভরাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় বছরখানেক আগে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে মীর কবির কামারগাঁও ব্রিজ সংলগ্ন খালের পশ্চিম পাশের জায়গা ভরাট করে। বর্তমানে তিনি আবারো খালের পূর্বপাশের জায়গা ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরিবেশগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, খালের জায়গা দখল করে ভরাট কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আরো বলেন, প্রভাবশালী হওয়ায় মীর কবির বারবার খালের জায়গা ভরাট করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।

এ বিষয়ে মীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

আপনার মতামত জানান