সোনারগাঁয়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ

প্রকাশিত


বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ ) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক গ্রাম সরকার আলাউদ্দিন, বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রবিন বিএনপি নেতা মোঃ হোসেন পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেনের সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক শাকিল সিকদার বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দল নেতা নাছির উদ্দিন,নবির হোসেন,মোমেন সহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মতামত জানান