সোনারগাঁয়ে করোনা প্রতিরোধে স্যানিটাইজার ও মাস্ক বিতরন

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
করোনার ভাইরাস সংক্রমন প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার জীবানুনাশক, স্যানিটাইজার, মাস্ক বিতরন ও গনসচেতনতামূলক প্রচার পত্র বিলি করেছেন উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

স্থানীয়রা জানান, ১৩ মার্চে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া, মাস্ক বিতরন ও সচেতনতামূলক প্রচারপত্র বিলি শুরু করেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও প্রচারপত্র বিলি করেছেন। সোনারগাঁয়ে প্রথম করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করে বাড়ি বাড়ি, রাস্তায় ও দোকানে সচেতনতামূলক বক্তব্য ও প্রচারপত্র বিলি করেছেন। গত সাতদিন যাবত তিনি নিজস্ব ল্যাব তৈরি রাতভর পরিশ্রম করে জীবানুনাশক, হ্যান্ড সেনিটাইজার তৈরি করছেন ও দিনের বেলায় সেগুলো সাধারন মানুষ, পথচারি ও কর্মজীবি মানুষের মাঝে বিতরন করছেন।

এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে মেঘনা শিল্পনগরী এলাকার প্রতাবনগর, কাদিরগঞ্জ, গঙ্গানগর, ইসলামপুর ও নয়াগাঁও গ্রামের বিভিন্ন সড়ক ও বাজারে জীবনানাশক ছিটিয়েছেন ও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম রেজা, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলম চান মেম্বার, সাবেক সভাপতি আবু হানিফ, মাসুম বিল্লাহ্, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমূখ।

আপনার মতামত জানান