সোনারগাঁয়ে এসিল্যান্ডকে দেখেই পেঁয়াজের দাম কমলো

প্রকাশিত

 

সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন মোগরাপাড়া চৌরাস্তায় কাঁচা বাজার মনিটরিং করতে গেলে মূহুর্তের মধ্যেই ১৮০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি শুরু হয় ১২০ টাকায়।

আজ সোমবার বেলা ৩টায় বাজার মনিটরিং করতে যাওয়া সদস্যদের দেখেই পেঁয়াজ ব্যবসায়ীরা ৫০ টাকা কমে বিক্রি শুরু করেন। কেজিতে ৫০ টাকা কমমূল্যে পেঁয়াজ পেয়ে দোকানে ক্রেতারা পেয়াজ কেনার জন্য হুমরি খেয়ে পরেন। এ সময় দোকানীরা লোকসানের কথা চিন্তা করে নানা অযুহাতে কেউ দোকান রেখে দূরে সরে যান কেউ বা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

বাজার পরিদর্শনে সোনারগাঁ থানার এসআই সৈয়দ আজিজুল হক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসাশন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, আমরা পাইকারী বাজার থেকে প্রতি কেজি পিয়াজ ১৬০ টাকায় কিনে আনি। সে পিয়াজ ১২০/১৪০ টাকায় বিক্রি করলে আমাদের অনেক লোকসান গুনতে হবে। আমরা মনে করি পাইকারী বাজার নিয়ন্ত্রণ করলেই পিয়াজের দাম কমবে। তাছাড়া আমাদের দেশে যে জিনিসের বাম বাড়ে তা কিনতে সবাই হুমরি খেয়ে পড়ে। এতে মজুদদার ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে। কয়েকদিন পেয়াজ না কিনলে মজুদারের সব পিয়াজ পঁচে নষ্ট হয়ে যেতো, এতে ভবিষতে কেউ কাঁচামাল মজুদ করার কথা চিন্তাও করতো না।

এ ব্যাপারে নাজমুল হুসেইন বলেন, এখন থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে। কোনো ক্রেতাই যেন বাজার মূল্যের বেশি অর্থ দিয়ে ক্রয় করতে না হয়।

আপনার মতামত জানান