সোনারগাঁয়ে আশ্রয়ণ বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা, যুব উন্নয়ন কর্মকর্তা এনএম ইয়াসিনুল হাবিব তালুকদার।
এ সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব এ প্রকল্পে যেন গরিব, অসহায়, ভুমিহীন ও গৃহহীনরা পায় এবং কোন রকম স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
আপনার মতামত জানান