সোনারগাঁয়ে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার কাঁচপুর বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার ২৪ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোডে কাঁচপুর স্টান থেকে মদনপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর হাইওয়ে পুলিশের নব যোগদানকৃত ওসি জিলানী।
এ সময় পথচারী জহিরুল ইসলাম বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।
শিক্ষার্থী সফিকুল বলেন, মহাসড়কের উল্টোপথে সিএনজি অটোরিকশাগুলো চলাচলের কারনে প্রায়ই দুঘর্টনা ঘটছে। আমরা চাই মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
এ বিষয়ে ওসি জিলানী বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান অব্যাহত রাখবে হাইওয়ে পুলিশ।
এছাড়াও মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
সুত্র: ATNmcl


আপনার মতামত জানান