সোনারগাঁয়ের প্রিয়মুখ লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ এ নির্বাচন করবেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২টি আসনে মোট ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
জোট নেতারা জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করা ও ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, লিয়াকত হোসেন খোকা এর আগেও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।


আপনার মতামত জানান