সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় পথচারী নিহত

প্রকাশিত


নারায়ণগঞ্জের মদন পুর টু আড়াইহাজার সড়কের বস্তল এলাকায় মালবাহী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত মহিদুল শেখ, নরাইলের লোহাগাড়া উপজেলার লাহোরিয়া এলাকার মোঃ বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় একটি বালুর ড্রেজারে কাজ করতেন।

নিহতের সাক্ষাৎ মামা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মহিদুল শেখ বস্তল এলাকায় মোঃগুলজার হোসেন প্রধান এর বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় তাকে চাপা দেয়। সাথে সাথেই তিনি নিহত হন।পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে পুলিশ এসে গাড়ি সহ নিহতের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।

আপনার মতামত জানান