সুমন দত্তের মৃত্যুতে গাজী মুজিবুরের শোক
সোনারগাঁ পৌর যুবলীগের সহসভাপতি সুমন দত্ত (৪০) ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেছেন।
সুমন দত্তের দুটি কিডনি’ই অকেজো ছিল। তাকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায় । সুমন দত্তের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর ময়ের প্রার্থী গাজী মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
গাজী মুজিবুর রহমান বলেন, সুমন দত্ত ছোটকাল তেকেই বিভিন্ন খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিল। ছাত্রলীগ দিয়ে তার রাজনীতি শুরু। রাজনীতির মাঠে সরব সুমন দত্ত জামাত বিএনপির আমলে কয়েকটি মামলার আসামী ছিলেন। দলের জন্য নিপীরিত এ কর্মী দল ক্ষমতায় আসার পর দল থেকে কোন রকম সুযোগ সুবিধা নিতে দৌড়ঝাপ করেনি। সে যখন শুনত আমি বাড়িতে এসেছি অসুস্থ শরির নিয়েও আমার বাড়িতে চলে আসত। রাজনীতি ও বর্তমান পেক্ষাপট নিয়ে বিষদ আলোচনা করত। সে বয়স ছোট হলেও তার চিন্তা চেতনা ছিল সুদূরপ্রসারী। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি।
আপনার মতামত জানান