সিদ্ধিরগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের মানববন্ধন করা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চিটাগাংরোড ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন প্রেসক্লাব সাংবাদিকদের সম্মিলিত ভাবে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন- সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাব, ডেমরা থানা প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, নিউ নেশনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন, ভোরের ডাকের মোশতাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও গেøাবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল, সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নিশান দৈনিক বর্তমান সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সকালের কাগজের সম্পাদক ও প্রচার সম্পাদক ফারুক হোসন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান, দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, দেশ রুপান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল, এস.কে মাসুদ রানা দৈনিক বিজনেস বাংলাদেশের না.গঞ্জ প্রতিনিধি,ডেমরা থানা প্রেসক্লাবের সভাপতি এমআই ফারুক, দৈনিক নারায়ণগঞ্জ ডাকের ব্যবস্থাপনা সম্পাদক তারেক হোসেন, নারায়ণগঞ্জ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি গাজী সেলিম, দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম আহামেদ, দৈনিক আজকের সূর্যদয়ের প্রকাশক সোহেল রানা, দৈনিক বাংলার পত্রের স্টাফ রিপোর্টার মোঃ খোরশেদ আলম, দ্য মুসলিম টাইমস এর স্টাফ রিপোর্টার মোঃ আজম, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক মোঃ সোহেল, দেশ সংবাদ ও সিএনএন বাংলা টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্না, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সুমন, সাংবাদিক হীরা, সাংবাদিক জুয়েল সহ প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকরা ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রতিটি সময় যখন গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তখনি দুর্নীতিবাজদের বিভিন্ন হয়রানিক শিকার হন সাংবাদিকরা। তার একটি জ্বলন্ত প্রমাণ হলো দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়ে যখন রোজিনা ইসলাম প্রথম আলোতে প্রকাশ করেছে তখন থেকেই দুর্নীতিবাজদের টার্গেটে ছিলো রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রনালয়ে রোজিনা ইসলামকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করেছে অতিরিক্ত সচিব জেবুন্নেছা সহ আরো কয়েকজন। সাংবাদিক নেতারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় মানববন্ধনের প্রায় ২ শতাধিক সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত জানান