সিদ্ধিরগঞ্জে ভেজাল পানীয় তৈরি, আটক -১
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন কারখানায় ভেজাল পানীয় তৈরির দায়ে শিমুল তালুকদার (৩৮) নামের একজনকে আটক করেছে র্যাব। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল পানীয় জব্দ করা হয়।
রোববার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১২ জুন) রাত ৯টায় উপজেলার নিতাইপুর (মামুদপুর) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুল অনুমোদন ছাড়াই কয়েক বছর ধরে ওই এলাকায় আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে জান্নাত ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি কারখানা চালাচ্ছিলেন। অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে এ কারখানায় জান্নাত ফ্রুটি, সূর্য ম্যাংগো ফ্রুটিসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় উৎপাদন করা হতো।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ কারখানার নামে কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নেই। অনুমোদনহীন এ কারখানা থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভেজাল ও মানহীন পানীয় উৎপাদন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছিলো।
এদিকে আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
আপনার মতামত জানান