সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন
সব হাতে কাজ চাই , সব মুখে ভাত চাই এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের সোনারগাঁ শাখার সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক গার্মেন্টশ্রমিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সদস্য বাতেন মিয়া, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার নেতা আনোয়ার হোসেন ও প্রদীপ সরকার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করা, বিদ্যুতের লোডশেডিং বন্ধ করা ও সারসহ ভেজালমুক্ত কৃষি উপকরণ স্বল্পমূল্যে দেয়ার দাবি জানান সরকারের কাছে।
আপনার মতামত জানান