সাদিপুরে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ , সাদিপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আঃ রহিম, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুব আলী, সাদিপুর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক পিয়ার আলী, সমাজ সেবক কাজী ফজলুল হক, সামসুল হক, কাজী মাহফুজ প্রমূখ ।
আপনার মতামত জানান