সাকিবের বিশ্বরেকর্ড পিছনের সারিতে ক্যালিস-জয়াসুরিয়া

প্রকাশিত

ক্যালিস-জয়াসুরিয়াদের ছাড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ খেলতে নেমে মাত্র ১৯৯ ম্যাচেই ৫ হাজার রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’ স্পর্শ করলেন অলরাউন্ডার সাকিব। ওয়ানডে ইতিহাসে তিনি সবার চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন। এর মাধ্যমে ছাড়িয়ে যান ক্যালিস-জয়সুরিয়ার মতো খেলোয়াড়দের।

এর আগে যে চারজন ক্রিকেটার ৫০০০ রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’ এর রেকর্ড ছুঁয়েছেন। তাদের কেউই ২০০ ম্যাচের আগে সেটি করতে পারেননি। দ্রুততম হিসেবে ২৫৮ ম্যাচে এই ‘ডাবল’ অর্জন করেছিলেন পাকিস্তানের আবদুল রাজ্জাক। আফ্রিদি করেছিলেন ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়াসুরিয়া করেছিলেন ৩০৪ ম্যাচে।

প্রথম ভাগেই ব্যাটিংয়ে তিন সংস্করণে ১১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাকিব। কম ম্যাচে ৫ হাজারের সিম ছাড়িয়েছেন আগেই। তাই মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে দারুণ এক ডেলিভারিতে এইডেন মারক্রামকে বোল্ড করে সাকিব পূর্ণ করেন আড়াই শ ওয়ানডে উইকেট। যেখানে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসিস।

আপনার মতামত জানান