সাইফের বাড়ির পার্টিতে এসেছিলেন যারা

প্রকাশিত



বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলি খান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি আছেন সাইফ।

তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ডাকাতির আগে সন্ধ্যায় অভিনেতার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন বেশ কয়েকজন তারকা। বিখ্যাত পাপারাৎজি ফটোগ্রাফার ভারিন্দর চাওলার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে জানা গিয়েছে যে, সাইফ আলি খানের বাসভবনে ডাকাত পড়ার আগে সন্ধ্যায় সেখানে হাউজ পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর।


সেখানে উপস্থিত ছিলেন তাঁর বোন কারিশ্মা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। তাঁদের ডিনারের কিছু ছবিও কারিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। কিন্তু তখন তাঁরা জানতেন না যে আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এত ভয়াবহ একটি ঘটনা ঘটতে চলেছে!

১৫ জানুয়ারি ভোররাতে ঘটনাটি ঘটে।

ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতরা আসে তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে নায়ক ডাকাতদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সাইফকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা।
বাড়ির বাসিন্দারা জেগে উঠতেই ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


বান্দ্রা পুলিশ স্টেশনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। বান্দ্রা ডিভিশনের ডিসিপি গণমাধ্যমকে বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি, তবে গুরুতর মনে হচ্ছে না। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনার তদন্ত করছে।’

বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এখন বিপদমুক্ত আছেন সাইফ।

আপনার মতামত জানান