সাংবাদিক শাহ জালাল হত্যাচেষ্টা মামলায় আরো একজন গ্রেফতার
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে সাংবাদিক শাহ জালাল (৪০) হত্যা চেষ্টা মামলায় এজহারভুক্ত আরো একজন আসামী কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ রাত ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সন্ত্রাসীরা দৈনিক আমাদের নতুন সময়ের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ জালালকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় সাংবাদিকের পিতা হাজী আলম চাঁন বাদি হয়ে ঘটনার দিন সোনারগাঁ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের একঘন্টার মধ্যে উপপরিদর্শক বোরহান মিয়ার নেতৃত্বে অভিযান এজহারভুক্ত প্রধান আসামী সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে আজ সকালে জেলা আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
এসআই বোরহান জানান, ওসি স্যারের নির্দেশে আজ রাতে এজহারভুক্ত ৬নং আসামী পিরোজপুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে জসীমকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।
মামলা থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সিরাজুল মোল্লার সঙ্গে সাংবাদিক শাহ জালালের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সিরাজুল মোল্লার নেতৃত্বে তার ছেলে সোহাগ মিয়া, আব্দুস সামাদ, মোবারক হোসেন, জসিম উদ্দিন, রাফি, নাদিম সহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে চেঙ্গাকান্দি বাজারে সাংবাদিক শাহজালালের চাউলের আড়তে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় হামলাকারীরা দোকানের ক্যাশে থাকা নগদ ৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
মামলার বাদী হাজী আলম চাঁন সোনারগাঁ পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির জন্য কাজ করছেন। সাংবাদিকদের উপর হামলা কোনভাবেই কাম্য। আমরা সব আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছি। শুধু সাংবাদিক নয় কারো উপর হামলা হলে হামলাকারী যত প্রভাবশালী হোক বাংলাদেশ পুলিশ একবিন্দু ছাড় দিবে না। মাদক, সন্ত্রাস সহ সব ধরনের অপরাধ নির্মূল করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে অনিয়ম হবে সোনারগাঁ থানায় চলে আসবেন। এখানে অভিযোগ, জিডি ও মামলা করতে একটি পয়সা খরচ হয় না। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত।
আপনার মতামত জানান