সাংবাদিকদের পেটানোর হুমকি, এসপিকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : কালের কণ্ঠ
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিতে হয়েছে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে এই জেলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিকরা বলেন, গতকাল শুক্রবার রাতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী মেলা আয়োজন সম্পর্কে অবহিত করার জন্য মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। এ সময় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষীপ্ত হয়ে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দেন এবং বিভিন্ন কটুক্তি করেন। এ ঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে এসপির প্রত্যাহারের দাবিতে কাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহিদ হাবিব, আজিজুর রহমান ডল, মোস্তফা মনজু, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম, বজলুর রহমান, ফজলে এলাহী মাকাম, এম সুলতান আলম, মো. নূরুল হক, মাহফুজুর রহমান, শাহ জামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ প্রমুখ।
মানববন্ধনে সঞ্চালনা করেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মানববন্ধনে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত জানান