সরকার বিরোধী শ্লোগান দেয়ায় সোনারগাঁয়ে সিপিবির পদযাত্রা পন্ড করে দিয়েছে পৌরসভা ছাত্রলীগ
ডেইলি সোনারগাঁ >>
সরকার বিরোধী শ্লোগান দেয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবির) পদ যাত্রা পন্ড করে দিয়েছে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগ। ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার বালুয়াদিঘীরপাড় এলাকায় ছাত্রলীগ নেতারা সিপিবির পদযাত্রা পন্ড করে দিয়েছে বলে অভিযোগ করেন সিপিবি নেতারা।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম জানান, পেয়াজ সহ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, সরকারের দূর্নীতি ও লুটপাট, ক্যাসিনো কেলেংকারী সহ ১৭ দফা দাবিতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জ থেকে পদযাত্রা ও মিছিল করে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ের সামনে সভা শেষ করে হামছাদী গ্রামে যাওয়ার পথে পৌর এলাকার নয়ামাটি মহল্লায় মিছিল যাওয়ার পর পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান সাজু, সাংগঠনিক সম্পাদক নবনুর হোসেন সাবিক ও ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন রনির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সিপিবির পদ যাত্রায় হামলা চালিয়ে লাল পতাকায় অগ্নি সংযোগ, মাইক ভাংচুর ও নেতাকর্মীদের লাঞ্ছিত করে। এসময় সন্ত্রাসী হামলায় ছাত্র ইউনিয়নের নেতা তানজিদ হায়দার চঞ্চল আহত হয়। সন্ত্রাসী হামলার পর পদযাত্রা পন্ড হয়ে যায়। পদযাত্রায় নেতৃত্বে দেন, নারায়ণগঞ্জ জেলা সিপিবির সাধারন সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলার সাবেক সাধারন সম্পাদক জিয়া হায়দার প্রমূখ।
এ ব্যাপারে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারন সম্পাদক শাহরিয়ার খান সাজু জানান, সিপিবির পদযাত্রা থেকে সরকার বিরোধী নানা ম্লোগান এবং নানা রকম অশালিন ও কুরুচিপূর্ন মন্তব্য করার তাদের বাঁধা দেয়া হয়েছে। এ সময় তাদের শালিনতার সাথে শান্তিপূর্ন পদযাত্রা করতে অনুরোধ জানাই। তাদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সামান্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তবে হামলা ও অগ্নি সংযোগের সঙ্গে আমরা জড়িত নই।
সোনারগাঁয়ে হামলার ব্যাপারে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারন সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে সিপিবির পদযাত্রা কর্মসূচির উপর সরকারের দলীয় সন্ত্রাসী ও পুলিশ ধারাবাহিক হামলা ও নেতাকর্মীদের গ্রেফতার করছে। গনআন্দোলনের মাধ্যমেই সব হামলার জবাব দেওয়া হবে।
আপনার মতামত জানান