সরকারি জমি দখল ও মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী অলিপুরা ব্রিজের নিচে সরকারি জমি দখল ও অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং পরিবেশ সুরক্ষা আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে মাটি কাটার অপরাধে জড়িত থাকায় ইটভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে আটক করা হয়। জরিমানা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারের পর তাকে মুক্তি দেওয়া হয়।

প্রশাসন সূত্র জানায়, গত কয়েকদিন ধরে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের নজরে আসে এবং মাটি কাটা বন্ধে নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

আপনার মতামত জানান