সরকারি অর্থে নির্বাচনী প্রচার বিদ্রোহী প্রার্থীর, শোকজ

প্রকাশিত



স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি)-৩ এর বরাদ্ধকৃত অর্থে পাঠদান বন্ধ করে কোমলমতী শিশুদের ছাতা উপহার দিয়ে শিশুদের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ভোট চাইলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।

জানা যায়, সরকারী অর্থে কেনা এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় গত ছয় মাস আগে ওই ইউনিয়নে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল সেই অর্থ দিয়ে ছাতাগুলো কেনা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গতকাল স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে ক্লাস রুম থেকে বের করে মাঠে এনে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ান তার সমর্থকদের নিয়ে চেয়ারম্যানের ছবি সম্বলিত ছাতা নিয়ে স্থানীয় লহ্মীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ছাতা উপহার দেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা শিশুদের সামনে চেয়ারম্যানের পাচঁ বছরের উন্নয়নের চিত্রের বিবরন তুলে ধরে বক্তব্য দিয়ে শিশুদের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় প্রায় দুই ঘন্টা পাঠদান বন্ধ থাকে।

নারায়ণগঞ্জের এলজিএসপি-৩ প্রজেক্টের উপ-পরিচালক ফাতেমা তুল জান্নাত জানান, গত ছয় মাস আগে বরাদ্ধকৃত সরকারি অর্থে নির্বাচন কালীন সময়ে এসে ছাতা উপহার দেওয়া ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে নির্বাচনী আইন লংগন করে শিশুদের ছাতা উপহার দিয়ে শিশুদের মা-বাবার কাছে ভোট প্রার্থনা করার ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের কাছে ব্যাখ্যা চেয়ে গতকাল সোমবার চিঠি দিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। তিন কার্য দিবসের মধ্যে চিঠির ব্যাখ্যার জবাব দেওয়ার সময় বেধে দিয়ে চিঠিতে উল্লেখ করা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর বিধি-৪ অনুযায়ী নির্বাচনী আচরন বিধি ৩১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল নির্বাচন প‚র্ব সময়ে ওই এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে গোপনে কিংবা প্রকাশ্যে চাদাঁ বা অনুদান প্রদান করতে পারবেন না এবং বিধি ৩১ অনুযায়ী কোনো বিধান লংগন করলে অনধিক ছয় মাসের জেল ও অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান জানান, এতে নির্বাচনী আচরন বিধি লংগন হয়েছে ঠিকই কিন্তু করোনাকালীন সময়ের জন্য ছাতাগুলো আমি শিশুদের উপহার দিয়েছি। ছাতা উপহার দিয়ে শিশুদের মাধ্যমে অভিভাবকদের নিকট ভোট প্রার্থনা বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান।

রির্টানিং কর্মকর্তা জেসমীন আক্তার জানান, এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানকে তিন কার্যদিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে।

আপনার মতামত জানান