সংযুক্তিতে চিকিৎসক, নষ্ট হচ্ছে হোমিও ওষুধ
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিও চিকিৎসক না থাকায় হোমিও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। দীর্ঘদিন ধরে হোমিও ওষুধ মজুদ থাকায় তা মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া চিকিৎসক সংকটের অভিযোগ করেছে ভুক্তভোগী রোগীরা।
জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। সাহাপুর গ্রামের পিয়ারা বেগম বলেন, আমার এক বছরের সন্তানের জন্য হোমিও চিকিৎসা নিতে আসি। কিন্তু ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছি।
ব্যবস্থাপত্রের অভাবে লাখ লাখ টাকার সরকারি ওষুধ নষ্ট হচ্ছে। এছাড়া হাসপাতালে ১৫ জন চিকিৎসকের মধ্যে আটজন সংযুক্তিতে আছেন। সোনারগাঁয়ের প্রায় সাড়ে চার লাখ মানুষের জন্য একমাত্র সরকারি হাসপাতালে সাতজন চিকিৎসককে হিমশিম খেতে হচ্ছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে জানা যায়, একমাত্র হোমিও চিকিৎসক শ্যামরানী চৌধুরী ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে সংযুক্তির মাধ্যমে অধ্যাবদি হোমিও চিকিৎসকের দায়িত্বে আছেন। হোমিও চিকিৎসক না থাকায় হাসপাতালে থাকা ৬৫ প্রকারের দেশি-বিদেশি হোমিও ওষুধ ২০১৮ সালের জুন মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। বাকিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার অপেক্ষায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা বলেন, চিকিৎসদের সংযুক্তি কাটিয়ে সোনারগাঁ হাসপাতালে ফিরিয়ে আনতে সিভিল সার্জন অফিসের মাধ্যমে আবেদন জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের নিয়োগপ্রাপ্ত হাসপাতালে ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে এ সমস্যা থেকে স্থায়ী সমাধান হবে বলে জানান তিনি।
আপনার মতামত জানান