শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন গাজী মুজিবুর রহমান

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভার মেয়রপ্রার্থী গাজী মুজিবুর রহমানের নেতৃত্বে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন উপজেলা ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ।

২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে উদ্ববগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের কাযালয়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। গত কয়েক দিনের টানা শৈত্য প্রবাহে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। অসহায় এ মানুষের পাশে দাড়িঁয়ে গাজী মুজিবুর রহমান এ কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি দীনেশ সুএধর, সাবেক কাউন্সিলর হাজী আমির হোসেন ভুইয়া, যুবলীগ নেতা শাহিন আলম স্বাধীন, এ কে এম রেজওয়ানুল হক টিটু, গাজী রিপন, মিন্টু, গাজী ওমর ফারুক প্রমূখ।

আপনার মতামত জানান