শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। গতকাল রোববার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়।
বিআইডব্লিইটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্মপরিচালক গুলজার আলী জানান, শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে কাঁচপুরের পুরাতন বাজার এলাকার নওয়াব আবদুল মালেক জুট মিলের সীমানা প্রাচীর, একটি চার তলা ভবন, ১০টি একতলা ভবন সহ নদী দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০টি স্থাপনা ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় নদী দখল করে চার তলা ভবন নির্মাণ করার দায়ে সোলেমান মিয়া নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিআইডবিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নওয়াব আবদুল মালেক জুট মিল শীতলক্ষ্যা নদীর তীরে ১৫ হাজার বর্গফুট জায়গা ভরাট করে গুদাম নির্মাণ করেছিল। এর আগে গত এক বছর আগে কয়েক দফায় নোটিশ দেয়ার পরেও কর্তৃপক্ষ তাদের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নেয়ায় তাদের উচ্ছেদ করা হয়েছে। এছাড়া তারা অনুমোদনের কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। তাদেরকে নদীর জায়গায় স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দেয়া হয়েছে।
কাঁচপুরের পিয়া আলম ও মির্জা খান বলেন, আমাদের জমির কাগজ থাকা স্বত্বেও আমাদের বসতবাড়ি ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা পরিবার নিয়ে কোথায় যাবো?
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক শহিদুল্লাহ মিয়া, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ সহ অন্যান্য কর্মকর্তারা।
আপনার মতামত জানান