শিশুদের সঙ্গে শোকদিবস পালন

প্রকাশিত




মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শোক দিবস পালন করেছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান। শোকদিবসে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পনের পর তিনি এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভার মেয়রপ্রার্থী গাজী মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, মিলাদ ও গণভোজের আয়োজন করেন। এ সময় মোনাজাত শেষে শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

গাজী মুজিবুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের মতো সহজ সরল একজন অতিমানবিক মানুষ। গরিব, এতিম ও অসহায় মানুষের জন্য তিনি সারাজীবন কাজ করেছেন। বাঙালী জাতির প্রতি অগাধ বিশ্বাস ও আন্তরিক ভালবাসার কারনে ১৫ আগষ্টে তিনি সপরিবারে শাহাদাৎ বরণ করেছেন। তাই এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী সার্বিকভাবে কাজ করছেন। শোকদিবসের তবারক আমি এতিমদের মাঝে বিলি করেই আনন্দ পাই। তাদের আত্মা শান্তি পেলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আওয়ামী লীগ নেতা মোস্তাফা কামাল নীলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, আমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়ব আলী মেম্বার, সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম শহিদ, আওয়ামী নেতা মজিদ তালুকদার, হাজী আমির হোসেন ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ সম্পাদক শাহীন আলম স্বাধীন, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ সভাপতি সুমন দত্ত, শহীদুল ইসলাম শামীম, শাহ্ মোয়াজ্জেম মিন্টু, রেজওয়ানুল হক টিটু, গাজী ওমর ফারুক প্রমূখ।

আপনার মতামত জানান