শিক্ষককে মারধর করলেন যুবদল নেতা

প্রকাশিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে জেলা যুবদল নেতার নেতৃত্বে একজন শিক্ষককে স্কুলের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাবেক এক শিক্ষার্থী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষকের নাম বশির উদ্দিন।


তিনি ওই বিদ্যালয়ের ব্যবসা শাখার সহাকারী শিক্ষক। তিনি ও সাবেক শিক্ষার্থী রিজভী আহম্মেদ রাজিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত শিক্ষক বশির উদ্দিন ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিন রবিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সঙ্গে বসেছিলেন। এ সময় ৭-৮ জনের একটি দল এসে শিক্ষক বশির উদ্দিনকে অফিস কক্ষ থেকে জোড় করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যায়।


এরপর এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। এসময় ওই স্কুলের সাবেক শিক্ষার্থী রাজিব হোসেন দেখতে পেয়ে এগিয়ে এসে তাদের বাধা দিতে গেলে তারা তাকেও মারধর করে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক বশির উদ্দিন ও সাবেক ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। খবর পেয়ে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত শিক্ষক বশির উদ্দিন বলেন, আজ সকালে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক স্যারের সঙ্গে বসেছিলাম। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদলকর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। পরে তারা আমাকে জোড়পূর্বক ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলোপাতাড়ি মারধর করে। আমাকে বাঁচাতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিজবী এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস বলেন, শিক্ষক বশির উদ্দিন বিদ্যালয়ের অফিস কক্ষে আমার সঙ্গে বসে ছিলেন।

এসময় ৪-৫ জন লোক এসে তাকে জোড়পূর্বক ধরে নিয়ে মারধর করে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, এ ঘটনায় আমি জড়িত না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, যুবদলের কেউ শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান