শক্ত অবস্থানে জামায়াত, বিএনপিতে বিভক্তি

প্রকাশিত



বিশেষ প্রতিবেদক:
শক্ত অবস্থানে জামায়াত, বিএনপিতে বিভক্তি
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্থানীয় বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দিন দিন বাড়ছেই। বিপরীতে জামায়াতে ইসলামী দলীয়ভাবে অনেক বেশি সুসংগঠিত বলে মনে করছেন ভোটাররা। আগামী সংসদ নির্বাচনে আসনটিতে এমপি পদে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমতাবস্থায়, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করছেন অনেকে।

আগামী নির্বাচনে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও জামায়াতে ইসলামী অনেক আগেই তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তাই বিএনপির দলীয় কোন্দল ও বিভক্তির বিপরীতে জামায়াতে ইসলামীকে অনেক বেশি সংগঠিত ভাবছেন স্থানীয় ভোটাররা।


বিএনপির দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে একদিকে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, যুব উন্নয়নের সাবেক ডিজি ওয়ালিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে শক্ত বিরোধ চলছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, এ বিরোধের কারণে নড়বড়ে অবস্থানে আছে বিএনপি। এই সুযোগে নির্বাচনি মাঠে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

আসনটিতে আজহারুল ইসলাম মান্নান দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বিরোধ স্পষ্ট হয়। আজহারুল ইসলাম মান্নান চাঁদাবাজ ও মূর্খ এ এজেন্ডা সামনে এনে মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল সহ নানা আন্দোলনে সরব হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পক্ষে বিপক্ষে মিছিল, বিক্ষোভ ও আন্দোলনে বিভক্ত নেতাকর্মীদের শোকজ, অব্যাহতিতে তৃণমূল কর্মীরা আছে ধোঁয়াশায়। নানা টানাপোড়নের মধ্যেও এমপি হিসেবে কাকে নির্বাচিত করবে ভোটাররা মানসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে জানান সাধারন ভোটাররা।

বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, মনোনয়নের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। গ্রুপিংয়ের কারণে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে। দলগতভাবে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন। এছাড়া জুলাই বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

এই সুযোগে জামায়াত নেতারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যাচ্ছেন। জামায়াতের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.ইকবাল হোসাইন ভূঁইয়া তার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা-সমাবেশ করে যাচ্ছেন। দলটির নেতাকর্মীরা একক প্রার্থীর জন্য প্রচার ও গণসংযোগে ব্যস্ত।


আপনার মতামত জানান