লক্ষীবরদীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ন ও টাকা লুট

প্রকাশিত



নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে লক্ষীবরদী গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২,১৫ মিনিটে এ ডাকাতির ঘটনা ঘটে। লক্ষীবরদী গ্রামের ছালেক মিয়ার বাড়িতে এ ডাকাতি ঘটনা ঘটে। অভিযোগ থেকে জানা যায় যে, ১২/১৫ জনের একটি ডাকাত দল ছালেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। সিমেন্টের ভারি খাম্বা দিয়ে বাড়ির দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে ও মুখে কষ্টটিপ মেরে দেয়।ডাকাতরা বাড়িতে থাকা নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা , গ্যারেজে থাকা ০৩ টি অটো গাড়িসহ ছালেক মিয়ার প্রতিবেশী ফারুক মিয়াকেও অস্ত্রমুখে জিন্মি করে ছালেক মিয়ার বাড়িতে নিয়ে আসে। ফারুক মিয়ার বাড়ি থেকে নগদ ৯০০০.(নয় হাজার টাকা) ও স্বর্নলঙ্কার নিয়ে যায়। এছাড়াও ডাকাত দল সবার মোবাইল সেট নিয়ে যায়। এ ডাকাতি ঘটনায় দুবাড়িতে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ছালেক মিয়া। ডাকাতদল যাওয়ার সময় বাড়ির মালিককে থানায় অভিযোগ করলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার ডিউটি অফিসার জানায় ডাকাতির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত জানান