রিকশাভ্যানের চাঁকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক নারীর মৃত্যু
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2022/04/3d7a20c6-c9e8-4059-a94a-d6f021870e44.jpg)
ব্যাটারিচালিত রিকশাভ্যানে কর্মস্থলে যাওয়ার পথে চাকার সাথে শাড়ির আচল পেঁচিয়ে মৃত্যু হয় প্রতিমা রানী রায় (২৮) নামে এক নারীর। সোমবার সকালে নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ লক্ষ্মীর বাজার এলাকায় ঘটে।
প্রতিমা উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের স্ত্রী।
তিনি ওই ইউনিয়নের লক্ষ্মীর বাজার এলাকায় আর্টিসান বিডি লিমিটেডে নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের দেবর অনিল চন্দ্র রায় (২৫) জানান, সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ওই কারখানার কজন শ্রমিকের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমা। পথিমধ্যে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে ছিটকে সড়কে পড়ে আহত হন। উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী জজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটলেও তিনি পার্শ্ববর্তী চওড়াবড়গাছা ইউনিয়নের বাসিন্দা। তাঁকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন এলাকার লোকজন। পরে জানতে পেরেছি ওই নারী মারা গেছেন। ‘
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ‘
আপনার মতামত জানান