রাতে শিক্ষার্থীরা রাস্তায় থাকতে পারবে না: ওসি মহিবুল্লাহ্
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মাগরিবের পর স্কুল কলেজের কোন শিক্ষার্থী রাস্তায় থাকতে পারবে না। রাতের বেলায় অকারণে তারা রাস্তায় থাকে তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে জৈনপুর সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ্ এ কথা বলেন। পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতি আশংকাজনক হারে বেড়ে গেছে। এসব কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে ছিনতাই ডাকাতি হচ্ছে এসব রোধ কল্পে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের অনুরোধ করা হয়েছে। তিনি বলেন মহাসড়ক থেকে ডাকাতি করে দ্রুত আশপাশের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ এলাকার মানুষ যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে শুধু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন।
জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ।


আপনার মতামত জানান