রংপুরে বিজয়ী-পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত
রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আজিজুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত মোহন উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভোট দেওয়ার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে ৪নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে রিয়াজুল ইসলাম (তালা প্রতীক) ৫২৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫২৪ ভোট। মাত্র তিন ভোট কম পাওয়ায় কারচুপির অভিযোগ তোলে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ নিয়ে উভর পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে শুক্রবার সন্ধ্যার পর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জয়ী ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক আব্দুর রহিম দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আব্দুর রহিম দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
আপনার মতামত জানান