যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবসে দোয়া ও মিলাদ
জেল হত্যা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উদ্ববগঞ্জ বাজারস্থ পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে এ মলিাদ অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগ নেতা রেজওয়ানুল হক টিটুর সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী মেম্বার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, গাজী মান্নান, উপজেলা সেচ্ছসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আওয়ামীলীগ নেতা আমির হোসেন, হাজী আতাউর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়জুল হাসান বাবু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন, পৌর যুবলীগের সুমন দত্ত, ফয়জুল্লাহ (রিপন), রাসেল, গাজী ফারুক, গাজী টগর, তাতীলীগ নেতা খোকন, বদরুজ্জামান, রুবেল, গাজী জুয়েল, আবুল হোসেন, রোমেল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশ বিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙ্গালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্ট চালিয়েছিল। স্বাধীনতার ৪৯ বছর পরও বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সোনারগাঁয়ে একইভাবে স্ভাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার কুটকৌশলে লিপ্ত হয়েছে একটি কুচক্রি মহল। সোনারগাঁ পৌরসভা নির্বাচনে সব দ্বিধাদন্ধ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করে আওয়ামী লীগকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
আপনার মতামত জানান