যুদ্ধ এখন মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে : মনিরুল
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, আমাদের সম্মুখযুদ্ধ হয়তো শেষ হয়েছে কিন্তু এখনো প্রক্সি ওয়ার চালু আছে। আর সেটা হচ্ছে মাদক জঙ্গীবাদ। যারা আমাদের সম্মুখ ভাগে পরাজিত করতে পারেনি। তাঁরা এখন ভিন্ন ভাবে পর্দার আড়ালে থেকে এ জাতির সম্ভাবনা, এ জাতির ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য তাঁরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি আমাদের যুব সমাজকে মাদকের দিকে ঝুকে দেওয়ার চেষ্টা করছে।
১৬ ডিসেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন। আমরা চাই না আমাদের দেশ, আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে শেষ হয়ে যাক। জঙ্গিবাদের বিচরণ ক্ষেত্র পরিণত হোক আমাদের প্রিয় জন্মভূমি আমরা বিশ্বাস করি আপনারা যে ভাবে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। সেভাবে মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ সে যুদ্ধে সামনে থেকে আমাদের পথ দেখাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নূরুল হুদা, সদর উপজেলা কমান্ডার জুলহাস আহমেদ, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর ইউএনও নাহিদা বারিক সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত জানান