যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত




বিশেষ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মদনপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।


জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকায় ট্রাক ঢুকতে না দেওয়ায় রাস্তায় এ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে যানজট। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট যাত্রাবাড়ী থেকে মহাসড়কের ১৩ কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, এ মহাসড়কের ঢাকামুখী লেনে যতদূর চোখ যায় শুধু গাড়ির সারি। মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে আছে।

পণ্যবাহী ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় পুলিশ ট্রাক ঢুকতে না দেওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

সিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, ডিএমপি থেকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ঢাকায় কথা বলেছি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।

আপনার মতামত জানান