মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্নহত্যার চেষ্টা
মোবাইল কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির উত্তর কেরোয়া গ্রামের খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীর নাম পাখি আক্তার। সে একই গ্রামের রিকশাচালক কবিরের মেয়ে ও স্থানীয় এমএম কাদের একাডেমির নবম শ্রেণির ছাত্রী।
আহত ওই স্কুলছাত্রীর মা শেফালী বেগম বলেন, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় কাগজের প্যাকেট তৈরির কাজে মামাকে সহযোগিতা করছিলো মেয়েটি। এজন্য মেয়েটিকে তার মামা মাসে তিন হাজার টাকা বেতনও দেন।
আমার স্বামী গরিব রিকশাচালক। গত কয়েকদিন ধরে মেয়েটি তাকে মোবাইল কিনে দেয়ার জন্য চাপসৃষ্টি করে আসছিলো।
এনিয়ে শুক্রবার সন্ধ্যায় মেয়েটিকে মারধর করি আমি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটে পড়ে।
তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, মেয়েটি এখন নিরাপদ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।তিনি সব বাবা-মাকে সতর্ক থাকার অনুরোধ জানান।
সূত্রঃ যুগান্তর
আপনার মতামত জানান