মেয়র প্রার্থীদের ভোট কেন্দ্র
আগামীকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরা-৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল সকাল ৮টায় গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধানন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সমন্বয়কারী তারেক শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় তার ভোট দেবেন।
আপনার মতামত জানান