মেঘনা থেকে জব্দের পর অবমুক্ত ২৭ ব্যারেল গলদা চিংড়ির রেণু

প্রকাশিত

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা চর থেকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ২৭ ব্যারেল গলদা চিংড়ির রেণু জব্দ করে হিজলা থানার কোস্টগার্ড।

এ ব্যাপারে কোস্টগার্ডের সিসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ধুলখোলা এলাকা থেকে এই রেণুগুলো জব্ধ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রেণুগুলো বাউশিয়া মেঘনা নদীতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবমুক্ত করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ যুগান্তর

আপনার মতামত জানান