মেঘনা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীকে মারধর
কুমিল্লার মেঘনায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরকে (আনারস) পিটিয়ে আহত করেছেন নৌকার প্রার্থী আবদুল লতিফ সরকারের সমর্থকরা। এ সময় উভয় পক্ষের সমর্থকরা টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে স্ট্রাইকিংফোর্স ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি টিয়ারসেল নিক্ষপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চালিভাংগা ইউনিয়নের রামপ্রশাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ভোট শুরুর পরে রামপ্রশাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় নৌকা প্রার্থী আবদুল লতিফ সরকারের সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় উভয় পক্ষের সমর্থকরা টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত স্ট্রাইকিংফোর্স ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি টিয়ারসেল নিক্ষপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে সোয়া ১০টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, কেন্দ্রে প্রবেশের সময় নৌকার সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ আমার একাধিক সমর্থক আহত হয়েছি। বিকেল ৪টা পর্যন্ত যেন প্রতি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ করা হয় প্রশাসনের প্রতি সেই অনুরোধ জানাচ্ছি।
তবে নৌকা প্রার্থী আবদুল লতিফ সরকার তার ওপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বরং আমার সমর্থকদের ওপর তারা হামলা করেছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এ কেন্দ্রর পরিস্থিতি শান্ত রয়েছে। শান্তপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।
মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন জানান, অপ্রীতিকর একটি ঘটনার কারণে রামপ্রশাদের চর কেন্দ্রে সময়িক ভোটগ্রহণ বন্ধ ছিল।
আপনার মতামত জানান