মেঘনায় সংঘর্ষ ভাংচুর, লুটপাট, আহত-২০

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামে গত বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে শতাধিক বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে পাশ্ববর্তী টিটিরচর গ্রামের সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের বাধা দেওয়ায় নারী সহ ২০ গ্রামবাসীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের গ্রামের একজন যুবক একটি মেয়েকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের প্রতিবেশী টিটিরচর গ্রামের যুবকদের সঙ্গে রামপ্রসাদের চর গ্রামের যুবকদের বাকবিতন্ডা হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে টিটিরচর গ্রামের সন্ত্রাসী সানাউল্লা মেম্বার, মহসিন মিয়া ও পিচ্চি শাহজাহানের নেতৃত্বে মঙ্গল মিয়া, হুমায়ুক কবির, রাজা মেম্বার, সুরুজ হোসেন, দেলোয়ার ওরফে দিলা, আরিফ মিয়া, খান বাহাদুর, ইকবাল হোসেন সহ কয়েক শত লোকের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে রামপ্রসাদের চর গ্রামে হামলা চালায়। সন্ত্রাসীরা হামলা চালিয়ে আওয়ামীলীগ নেতা জয়নাল ভান্ডারী, কাজী নজরুল ইসলাম, আসকর আলী মেম্বার, অ্যাডভোকেট কামরুজ্জামান, মাঈন

উদ্দিন, আনোয়ার মিস্ত্রী, নাছির মিয়া, শফি বেগম সহ শতাধিক বাড়ি ঘর ও দোকানপাটে ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নেয়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে যাওয়ায় রবিন মিয়া, সোহান হোসেন, আলম চান, কাজল মিয়া, রিয়াজ হোসেন, আল আমিন, কামারুন নাহার, মুল্লুকচান, গাফ্ধসঢ়;ফার হোসেন, আসমা বেগম, জালাল মিয়া ও মসজিদের ইমাম মনিরুজ্জামান সহ ২০ গ্রামবাসীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা ও চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জয়নাল ভান্ডারী ও আসগর আলী মেম্বার, অ্যাডভোকেট কামরুজ্জামান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিটিরচর গ্রামের সন্ত্রাসীরা আমাদের গ্রামের শতাধিক বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করে ২০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। অপরদিকে অভিযুক্ত টিটিরচর গ্রামের ছানাউল্লাহ মেম্বার জানান, অপরদিকে অভিযুক্ত টিটিরচর গ্রামের ছানাউল্লাহ মেম্বার জানান, এ ঘটনায় আমাদের পক্ষের কয়েকজন লোক ও আহত হয়েছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে অভিযুক্ত টিটিরচর গ্রামের ছানাউল্লাহ মেম্বার জানান, এ ঘটনায় আমাদের পক্ষের কয়েকজন লোক ও আহত হয়েছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান