মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী এলাকায় এক মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্প্রতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ১ নং গৌরবরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল হক ভুইয়ার সঙ্গে একই এলাকার রাজন ফকির নবী, নাঈম উদ্দিন ফকির, আওলাদ হোসেন ফকির, আমির হোসেন ফকির, দোলোয়ার হোসেন ফকির, সাঈদুল ফকির, আমিরুল ফকির, নাদির ফকির, হুমায়ুন ফকির ও আনিস ফকিরের সঙ্গে ৬৮ নং গৌরবরদী মৌজায় এস এ-৪৬ দাগের, বাইশ শতাংশ সরকারি ভিপি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাজন ফকির নবী ও তার সহযোগীরা জোড় পুর্বক জমি দখল করতে গেলে মুক্তিযোদ্ধা হাজী নুরূল হক ভুইয়া ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধার ভাতিজা বাদল মিয়া ও নাতি হৃদয় মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসীরা। এ ঘটনায় থানায় মামলা করেছেনে মুক্তিযোদ্ধা পরিবার। মামলাটি তুলে নেওয়ার জন্য সন্ত্রাসীরা বারবার হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে তাদেরকেউ জীবনে মেরে ফেলে লাশ গুম করা হবে বলে হুমকি প্রদান করছেন প্রতিপক্ষের দল। এতে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছেন।


এ বিষয়ে যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা হাজী নুরূল হক ভুইয়া জানান, আমি দীর্ঘদিন যাবৎ বাইশ শতাংশ ভিপি জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে ভোগ দখল করে আসছি। জমিটি জোড় পুর্বক দখল করে রাজন ও তার পরিবারের সদস্যরা। এতে আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের জীবন নাশের জন্য হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।


এ বিষয়ে জানতে রাজন ফকির নবীর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি রফিকুর ইসলাম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা নুরূল হক ভুইয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করা হবে।

আপনার মতামত জানান