মিঠাই এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিএসটিআই-এর মামলা

প্রকাশিত

রঙচঙে মোড়ক আর চটকদার বিজ্ঞাপন দিয়ে অনুমোদন ছাড়া খাদ্য সামগ্রী উৎপাদন করে জনগণের সাথে প্রতারণার অভিযোগে রেস্টুরেন্ট কলাপাতার অঙ্গপ্রতিষ্ঠান মিঠাই সুইট এন্ড বেকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। এ সময় ওজনে কম দেয়ার বিষয়ে প্রমান পেয়েছে।

বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার মসজিদ মার্কেটে অবস্থিত রেস্টুরেন্ট কলাপাতার অঙ্গপ্রতিষ্ঠান মিঠাই সুইটস এন্ড বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মেট্রোলজি সফিকুল আলম,পরিদর্শক আবুল হাসনাত প্রমূখ।

এসময় মিঠাই সুইট এন্ড বেকারীতে তৈরী নিমকি, সনপাপড়ী, দই সহ খাদ্য সমাগ্রীতে প্রস্তুতের সঠিক তারিখ ও সরকারী অনুমতি না থাকায় এবং ওজনে কম দেয়ায় বিএসটিআইয়ের ভ্রাম্যমান ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১) ও ৪১ ধারায় মামলা দায়ের করেন।

আপনার মতামত জানান