মার্বেল ফ্যাক্টরির আড়ালে গ্যাস চুরি করে শত কোটি টাকার মালিক সোনারগাঁয়ের বাবুল

প্রকাশিত

বিশেষ প্রতিনিধি, ডেইলি সোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মনজুর হোসেন বাবুল তিতাসের কর্মকর্তাদের বোকা বানিয়ে মার্বেল ফ্যাক্টরির আড়ালে গ্যাস চুরি করে আজ শত কোটি টাকা ও বিপুল সম্পদের মালিক। এমনই অভিযোগ তাঁর ব্যক্তির বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তার মালিকানাধীন মহিমা মার্বেল এন্ড বিয়ারিং ফ্যাক্টরিতে বৈধ লাইনের আড়ালে অবৈধ লাইন টেনে কোটি কোটি টাকার গ্যাস চুরি করে বাবুল আজ আঙ্গুল ফুলে কলা গাছ । মহিমা মার্বেল ফ্যাক্টরিতে বৈধ গ্যাসের আড়ালে অবৈধ গ্যাসে চলার কানে তিনি রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। গত কয়েকদিন আগে তিতাস কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা সংলগ্ন এলাকায় মঞ্জুর হোসেন বাবুলের মালিকানাধীন মহিমা মার্বেলে এন্ড বিয়ারিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে চোরাই লাইনের সন্ধান পায় , বিশেষ কায়দা ফ্যাক্টরিতে অবৈধ লাইন টেনে বছরের পর বছর গ্যাস চুরি করে মার্বেল ফ্যাক্টরি চালিয়ে আসছিল। অবশেষে তিতাসের অভিযানীক দল অবৈধ লাইন কেটে ফ্যাক্টরি সিলগালা করে মোটা অংকের টাকা জরিমানা করে এবং গ্যাস চুরির অপরাধে মামলা দায়ের করেন। অনুসন্ধানে একাধিক সূত্রে আরও জানা গেছে মঞ্জুর হোসেন বাবুল বর্তমানে তার মার্বেল ফ্যাক্টরিতে গ্যাস সংযোগ পুনরায় নেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করেছে এবং তিতাসের কিছু অসাধু কর্মকর্তার সাথে মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে এই কাজটি সম্পাদন করার জন্য নারায়ণগঞ্জ তিতাসের জোনাল অফিসে ছোটাছুটি করছে । এছাড়াো সোনারগাঁ ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় তার নেতৃত্বে চলছে একাধিক অবৈধ চুনা তৈরির ফ্যাক্টরি। চুনা তৈরির ফ্যাক্টরিগুলো সম্পূর্ণই চলে চোরাই গ্যাস দিয়ে । ফ্যাক্টরি গুলোতে নেই কোন কাগজপত্র বৈধ গ্যাস লাইন ।বছরের পর বছর বাবুলচক্র মার্বেল এন্ড বিয়ারিং ও চুনা পাথর কারখানার আড়ালে গ্যাস চুরি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক।


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের লাহা পাড়া গ্রামের তমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে । এদিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে ফোনে দিলে প্রতিবেদকের সাথে তিনি অশ্লীল ভাষায়‌ কথা বলে গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে ফোন রেখে দেন।

তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ ও নারায়ণগঞ্জ অঞ্চলের তিতাসের প্রধান কর্মকর্তা মোঃ সেলিম মিঞার জানান, অবৈধভাবে মঞ্জুর হোসেন বাবুল দীর্ঘদিন যাবত ফ্যাক্টরির আড়ালে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে, লাইন কেটে তাকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে।

আপনার মতামত জানান