মায়া হরিণের গোস্ত ভাগবাটোয়ারা! |

প্রকাশিত



সংরক্ষিত বনের মায়া হরিণ জবাই করে মাংস ভাগবাটোয়ারা করেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছনখলা গ্রামের কয়েকটি পরিবার। এমন অভিযোগ পাওয়া গেলেও বনকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ওই ঘটনার কোনো আলামত পায়নি।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, বুধবার (১৩ এপ্রিল) সকালে আ. করিম ও আব্বাস মিয়া নামের দুই ব্যক্তি একটি মায়া হরিণ ধাওয়া করে। হরিণটি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হলে একসময় মকছুদ আলীর পুকুরে পড়ে যায়।

তখন আ. করিম রড দিয়ে হরিণটির মাথায় আঘাত করে। আঘাতে হরিণটি নিস্তেজ হয়ে যায়। পরে জবাই করে আজাদ মেম্বারের স্ত্রী, আ. করিম, আব্বাস মিয়া, এংরাজ মিয়া, জাহির মিয়া, প্রবাসী তাহির মিয়ার স্ত্রী, করিমের স্ত্রীসহ আরো কয়েকজন সেটিকে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নেয়।

সংবাদ পেয়ে রেমা-কালেঙ্গার বনকর্মীরা সেখানে যায়। বনকর্মীরা সেখানে পৌঁছার আগেই হরিণ জবাই-এর সব আলামত নষ্ট করে ফেলা হয়। উপস্থিত কয়েকজনের মুখ বন্ধ রাখতে দু-চার টুকরো করে মাংসও দেওয়া হয়।

রেমা বিট অফিসার ছালেকিন নেওয়াজ বলেন, বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে লোকমুখে শোনা ছাড়া আর কোনো আলামত পায়নি। হরিণটিকে যারা শিকার করে মাংস ভাগবাটোয়ারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট বিভাগ।

আপনার মতামত জানান