মান্নানে চাঙা ইশরাকের নির্বাচনী প্রচার
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারনা চাঙা হয়ে উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ধানের শীষের প্রচারণা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ব্যাপক শোডাউন করেছেন ৬৯ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এ নেতার বিশাল শো ডাউন ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেই সোনারগাঁ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে এসে জড়ো হতে থাকে। পরে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদকে সাথে নিয়ে ডেমরার এলাকার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের বিশাল শোডাউন করে ভোটারদের কাছে ভোট ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্তিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
গনসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার, সোনারগাঁ থানা কমিটির সভানেত্রী রুমা আক্তার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন ,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন , যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান , যুগ্ম সাধারণ রাকিব হাসান রাজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক সোহেল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, বৈদ্দার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী.বারদী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজগর, সব্ভপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাজী মোমেন খান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, বারদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি,সম্ভপুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোতালেব, বৈদ্দ্যরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, কাচপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল হোসেনসহ সোনারগাঁ থানা বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত জানান