মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বাবা-ছেলের কারাদণ্ড

প্রকাশিত

মাদারীপুরে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দুপুরে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে একটি বসতঘরে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করে র‌্যাব ৮-এর একটি বিশেষ আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো— উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে মো. নুর আলম মোল্লা (৪৯) ও তার ছেলে বাবু মোল্লা (২০)।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে; মাদারীপুরে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মো. নুর আলম মোল্লার বসতবাড়িতে দুজন ব্যক্তি বিরল প্রজাতির একটি তক্ষকসহ অবস্থান করছেন।

এর ভিত্তিতে কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবিরের নেতৃত্বে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বন্যপ্রাণী পাচারকারী ওই বাবা ও ছেলেকে বিরল প্রজাতির তক্ষকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবিরের উপস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এ ০৫ ধারা মোতাবেক তাদের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়।

গ্রেফতার আসামিদের মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান