মাটি নিচ থেকে বেরিয়ে এলো হাড়-খুলি

প্রকাশিত



রংপুরের বদরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঘৃনই নদীর পাড় পুনঃখননের সময় বেরিয়ে আসা মানুষের হাড়-খুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে নাওগাড়া এলাকায় স্কেভেটর মেশিন দিয়ে খনন কাজ করার সময় মানুষের হাড় ও মাথার খুলি বেরিয়ে আসে। পরে খবর পেয়ে দেখতে ছুটে আসেন স্থানীয় লোকজন।

বাবুল মিয়া নামে ওই এলাকার এক ব্যক্তি বলেন, নদীর পাড়ের মাটি কাটার সময় মানুষের মাথার খুলি, হাড়-হাড্ডি বেরিয়ে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়।

উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, কঙ্কালগুলো মুক্তিযুদ্ধের সময় পুতে রাখা বলে ধারণা করছে অনেকে। তবে এতোদিন আগের হাড় পচে নষ্ট হয়ে যাওয়ার কথা। এ জন্য সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘হাড়-হাড্ডিগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত জানান