ভোট দিতে এসে মারা গেলেন এক বৃদ্ধ

প্রকাশিত



টাঙ্গাইলের মির্জাপুরে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে শুকুমার সরকার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈলানপুর গ্রামের দীরমনি সরকারের ছেলে।

জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফতেপুর ইউনিয়নের থলপাড়া পরিবার কল্যাণকেন্দ্রে ভোট দিতে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রাজবংশী জানান, শুকুমার ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রাম্য ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে সেখান থেকেই স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। শুকুমার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগই আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত জানান