ভোটারকে কোলে করে কেন্দ্রে নিলো পুলিশ
দুই বছর যাবৎ প্যারালাইজড আব্দুল জলিল (৭০)। তবুও পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভ্যানে চেপে ভোটকেন্দ্রে আসেন তিনি। কিন্তু ভ্যান থেকে আর বুথে যাওয়ার কোনো বুদ্ধি পাচ্ছিলেন না। তাই ভ্যানেই বসেছিলেন।
এ সময় কেউ সহযোগিতায় এগিয়ে না এলেও এগিয়ে আসেন দুই পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে বুথ পর্যন্ত নিয়ে যান তারা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে চলমান ইউপি নির্বাচনে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামার পুকুর কেন্দ্রে পুলিশের এই মানবিকতা চোখে পড়ে। হাইওয়ে পুলিশ কনস্টেবল রাসেল মাহমুদ ও রফিকুল ইসলাম বাবু সেসময় কামার পুকুর ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন।
অসুস্থ বৃদ্ধ আব্দুল জলিল বলেন, আমি প্যারালাইজড বলে হাঁটতে পারি না। তাই ভ্যান থেকে নেমে বুথের ভবনে ঢুকতে পারছিলাম না। অনেকটা সময় বসেছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। এ অবস্থায় আমি হয়তো হতাশ হয়ে ফিরে যেতাম। কিন্তু মানবিক ওই পুলিশ সদস্যরা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।
কনস্টেবল রাসেল বলেন, আমি বেশ কিছুক্ষণ লক্ষ্য করছিলাম ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোটকেন্দ্রের দরজার দিকে তাকিয়ে আছেন। তখন তার কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে কোরে নিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করি।
ভোট দিতে আসা উপস্থিত ভোটার রাজ্জাক জানান, পুলিশের এই মানবিকতায় আমরা উপস্থিত সবাই মুগ্ধ হয়েছি। পুলিশ যে সত্যি জনগণের সেবক তার প্রমাণ রাখলেন তারা। ধন্যবাদ পুলিশ সদস্যদের।
কামার পুকুর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুজ্জামান পুলিশের ভূমিকার প্রশংসা করে জানান, ভোটকেন্দ্রে অনেক সময় এমন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা আসেন। তাদেরকে সহযোগিতা করার জন্যে নির্দিষ্ট কেউ থাকে না। এক্ষেত্রে অনেক সময় আমরাই সহযোগিতা করার চেষ্টা করি। বৃদ্ধের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।
আপনার মতামত জানান