ভোটগ্রহণে উৎসবমুখরতা
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশেই। সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।
এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরপত্তা ব্যবস্থা। সকাল ৯টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। এই এলকার বেশিরভাগ ভোটারই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত।
নির্বাচন নিয়ে কথা হয় কাপড় ব্যবসায়ী গোলাম কুদ্দুস, আসবাবপত্র ব্যবসায়ী জুলফিকার রহমান, ধান-চাল ব্যবসায়ী মাসুদ করিমসহ অনেকের সঙ্গে। তাঁরা জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য সকাল সকাল ভোট দিতে এসেছেন তাঁরা। এখানে ভোটারদের প্রতি হামলা, হুমকি নেই। ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ থাকায় ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। কেন্দ্রের পাশেই চলছে উৎসবের আমেজ।
লাবসা ইউনিয়নের কেন্দ্রগুলোর চিত্রও একই রকম। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরছেন। গতবারের তুলনায় এবার ভোটের পরিবোশ ভালো বলে নারী ভোটাররা জানান। তবে শ্রমজীবী ভোটারদের সংখ্যা তুলনামূলক কম। দুপুরের পর থেকে এ কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়বে বলে এলাকাবাসী জানান।
আগরদাড়ি ইউনিয়নের ভোটার সূর্যভান বিবি ও রাইমা বেগম জানান, সকালে নৌকা মার্কার কর্মীরা ঝামেলা করতে পারে- এই ভয়ে নারী ভোটাররা খুব বেশি আসেনি। পরে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল সদস্যদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় নারী ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাজমুল কবির বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১৭টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে নাজমুল কবির বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬০ জন নারী ও সাধারণ সদস্য পদে লড়ছেন ৪৯১ জন।
নির্বাচন অফিস ও জেলা পুলিশের বিশেষ (গোয়েন্দা) শাখা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য ও দুইজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ১৩টি ইউনিয়নে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এছাড়া তিন প্লাটুন বিজিবি সদস্য ও তিন প্লাটুন র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষায়।
সাতক্ষীরা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৩২ হাজার ৪২৯ জন।
আপনার মতামত জানান