ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না: আ. রাহিম

বিশেষ প্রতিনিধি :
‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম না দেওয়ার আহ্বান জানিয়ে সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রাহিম বলেছেন, যে লোকটা ১৭ বছর ধরে কষ্ট করেছেন, সেই লোকটাকে মূল্যায়ন করবেন, কোনো অবস্থাতেই ভাড়াটে কাউকে নয়। তিনি আরো বলেন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ গত ১৭ বছরে সুবিধাভোগী কাউকে ফরম না দেওয়ার জন্য বলেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌর বিএনপির কার্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল-আমিনের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম তুলে দেওয়ার সময এ কথা বলেন আ. রাহিম।
আ. রাহিস বলেন, ‘ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাঁকে ইচ্ছা তাঁকে ফরম দেবেন, তা হবে না। ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দেবেন। কিন্তু বিএনপির লোক হতে হবে।’
আপনার মতামত জানান